করোনার ঈদে এবার সন্তানকেও দেখতে পাবো না : আমান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৮:২৯

মডেল চিত্রনায়ক আমান রেজা। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে সিনেমা করেছেন ৪০টির মত। মুক্তি পেয়েছে ২৮টি বিজ্ঞপন। এছাড়াও বহু নাটক-টেলিফিল্মে দেখা গেছে তাকে। ২০০৭ সালে 'লুক এট মি' মডেলিং হালকা ঝলক এবং সিনেমা দিয়েই শুরু সিনেমা যাত্রা। 'যেখানে তুমি সেখানে আমি' সিনেমায় সাইন করেন শওকত জামিলের। তবে শুটিং শুরু হয় দ্বিতীয় ছবির 'সেই তুফান'।

কিন্তু মুক্তি পেয়েছে পঞ্চম ছবি রেজা লতিফের 'ভালোবাসার শেষ নেই'। তিনি ইন্টারন্যাশনাল ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে অবস্থান করছেন নিজ গৃহে। করোনায় পাওয়া অবসর কাটছে কীভাবে তার? জানালেন জাগো নিউজের কাছে। লিখেছেন অরণ্য শোয়েব- জাগো নিউজ : গৃহবন্দি জীবন কাটছে কেমন?আমান রেজা : ২৬ শে মার্চ থেকে আমি বাসায় আছি। শুধু ২৮ তারিখ আমার বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। এরপর থেকে আর বের হইনি। জাগো নিউজ : অবসরে কি করছেন ?আমান রেজা : ছাদে উঠি একটু হাঁটাহাটি করি ইফতারের আগে। চ্যানেলের ইন্টারভিউ থাকে পত্রিকা অনলাইন, তাদের সময় দিচ্ছি। এছাড়াও নয়নতারা হাউজিং লিমিটেড নামে একটি নাটকে ঘরে বসেই শুটিং করেছি ৮ থেকে ৯ দিন।

সাত পর্ব ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং আরো দুই তিনটা পর্বের শুটিং করছি আমরা যে যার ঘর বসে মোবাইল থেকে।সিনেমা দেখছি, বই পড়ছি। ব্যায়াম করছি। নিজেকে একটু ফিট রাখছি। জাগো নিউজ : সবশেষ ব্যাস্ততা ছিল কি নিয়ে ?আমান রেজা : ব্যস্ত তো কত কাজ নিয়েই থাকতে হয়। নিজের ব্যক্তিগত কাজ থাকে। চ্যানেলের কাজ থাকে। পারিবারিক কিছু থাকে। এর মধ্যে মোট চারটি বিজ্ঞাপন ছিল সরকারি এবং করোনা রিলেটেড। ২৩ শে মার্চ পর্যন্ত শুটিংটা করেছি। জাগো নিউজ : করোনাতে আপনার উপলদ্ধি কি ?আমান রেজা : আমাদের অনেক সহানুভূতিশীল হতে হবে। একে অপরের সাথে এবং আস্থার সাথে সবার সাথে থাকতে হবে। এই পৃথিবী পশু পাখি প্রকৃতির সবার এই চিন্তা করতে হবে। শুধু আমরাই ডমিনেট করবো সেটা হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us