জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ৩০ : ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২০, ১২:৫৮

আপনার পছন্দের বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করে ফেলতে পারেন ফ্রুট সালাদ। খাবারের শেষে ডেসার্ট অ্যান্ড ফ্রুট সালাদ হতে পারে উপাদেয় ও পুষ্টিকর একটি খাবার। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস-এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস।

ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস তৈরির উপকরণ:পেয়ারা—অর্ধেকপাকা পেঁপে—১৫০ গ্রামআনারস—১৫০ গ্রামমাল্টা—১টিতরমুজ—১০০ গ্রামআঙুর—৫০ গ্রামপুদিনা পাতা—পরিমাণমতোঅরেঞ্জ জুস—পরিমাণমতোজিরোক্যাল—২ স্যাশে ফ্রুট সালাদ উইথ অরেঞ্জ জুস তৈরির পদ্ধতিপ্রথমে সবগুলো ফল যেমন পেয়ারা, পাকা পেঁপে, আনারস, মাল্টা, আঙুর ছোট টুকরো করে কেটে নিন। এবার পরিবেশনের পাত্রে ফলগুলো সাজিয়ে তার ওপর অরেঞ্জ জুস ঢেলে দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us