কোকেন কিনতে ক্লাব বিশ্বকাপ জয়ের পদক বিক্রি

প্রথম আলো প্রকাশিত: ২৪ মে ২০২০, ১১:০২

মাদকাসক্তি মানুষকে কোথায় নামাতে পারে তা মোটামুটি সবারই জানা। ফ্লাভিও দোনিজেতেও জানালেন তিনি কোথায় নেমেছিলেন। ১৩ বছর নরকবাসের অভিজ্ঞতা হয়েছে তাঁর। দোনিজেতে নামটা অচেনা লাগাই স্বাভাবিক। এখন পর্তুগিজায় খেলা ৩৬ বছর বয়সী এ ডিফেন্ডার ব্রাজিলের বাইরে কখনো খেলেননি। তাঁর ক্যারিয়ারের সেরা সময় ২০০৫ ফিফা ক্লাব বিশ্বকাপ। সেবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে এ টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় দোনিজেতের ক্লাব সাও পাওলো। সেবার লাতিন আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তোদোরেসও জিতে নেয় সাও পাওলো। দোনিজেতে সে টুর্নামেন্ট ভালোই ভূমিকা রাখেন। কিন্তু ক্লাব বিশ্বকাপ জয়ের মাহাত্ম্যও অন্যরকম। অনেক বড় তারকার শোকেসে এ পদক নেই। ক্লাব বিশ্বকাপে সতীর্থ লিয়ান্দ্রো বোনফিম চোট পেলে যা একটু খেলার সুযোগ পেয়েছিলেন দোনিজেতে। সে যাই হোক, ক্লাব বিশ্বকাপ জয়ের এই পদক ধরে রাখতে পারেননি তিনি।

নেশার টাকা জোগার করতে বেচে দিয়েছিলেন!কোকেনের প্রতি আসক্তি আছে দোনিজেতের। এ নিয়ে 'গ্লোবো স্পোর্তে'কে তিনি বলেন, 'মাদক কিনতে ওটা বেচে দিয়েছি। প্রায় সাড়ে ৩ হাজার ডলারে (৭ হাজার রিয়েল) বেচেছি। টাকাটার সিংহভাগ খরচ হয়েছে কোকেন কিনতে। প্রথম দফায় ১ হাজার রিয়েলের কোকেন নেই। দুই দিনে শেষ হয়ে যায়। টাকা যত পেয়েছি মাদকের প্রতি আসক্তিও তত বেড়েছে।'

দোনিজেতে তাঁর অর্জনের মোটামুটি সবকিছুই হারিয়েছেন এই মাদকের জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us