দানের ব্যাপারেও ‘সাইলেন্ট’ মাহমুদউল্লাহ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ১০:৫৪

বাংলাদেশ ক্রিকেট দলের ‘বিপদের বন্ধু’ কিংবা ‘সাইলেন্ট কিলার’ হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। দলের ঘোরতম বিপদের মুহূর্তে বারবার চওড়া হয়ে উদ্ধারকর্তার ভূমিকা নেয় মাহমুদউল্লাহর ব্যাট। যে কারণে ভক্ত-সমর্থকরাই তাকে খুশি হয়ে ডাকেন সাইলেন্ট কিলার হিসেবে। তিনি শুধু ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরেও এবার ধারণ করেছেন সাইলেন্ট কিলার মূর্তি।

করোনাভাইরাসে এ সংকটময় সময়ে নীরবে নিভৃতেই সাহায্য করে যাচ্ছেন অসহায়-অভাবী মানুষদের। এসব বিষয় সামনেও আনতে চান না মাহমুদউল্লাহ।

শনিবার রাতে ফেসবুক লাইভে বিষয়টি সামনে আনেন তামিম। তিনি বলেন, ‘রিয়াদ ভাই, আপনার একটা ডাক নাম আছে, সবাই জানে, সাইলেন্ট কিলার। আপনি আবার এ ক্ষেত্রেও (সাহায্য-অনুদান) খুব সাইলেন্ট। আমি হয়তো টুকটাক কিছু জানি। আপনি যদি এ বিষয়ে একটু কিছু বলেন।’ তামিমের এমন কথার পরেও নিজের দান করার বিষয়টি গোপনই রাখেন মাহমুদউল্লাহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

‘কোনো কথা হবে না—মাইর, মাইর’ : হৃদয়কে মাহমুদউল্লাহ

প্রথম আলো | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
৯ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us