বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার শান্তির দূত ছিলেন বলেই জুলিও কুরি শান্তি পুরস্কার অর্জন করে বিরল আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছিলেন উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৩ মে) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৭তম বার্ষিকী উপলক্ষে প্যানেল আলোচনায় এ শ্রদ্ধা নিবেদন করে।
কোভিড-১৯ মহামারি লকডাউনের কারণে বাংলাদেশ হাইকমিশন লন্ডন বর্ষপূর্তি উপলক্ষে অভ্যন্তরীণ প্যানেল আলোচনার আয়োজন করে। যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্যানেল আলোচনাকালে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, আজীবন অহিংস ও শান্তিপূর্ণ দর্শন এবং সংগ্রামের কারণে ৪৭ বছর আগে জুলিও কুরি শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির স্মৃতি স্মরণ করিয়ে দেয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নাগরিক অধিকারে সোচ্চার মহান এক কণ্ঠস্বর।