কলকাতাজুড়ে আম্ফানের ক্ষত, শহরে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৩ মে ২০২০, ২১:১৩

পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বুধবার (২০ মে) ভয়াবহ তাণ্ডব চালিয়েছে আম্ফান। এর তিনদিন পরেও থমকে আছে শহর কলকাতা। নেই পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থাও হয়নি স্বাভাবিক। বিশেষ করে রাজধানী কলকাতা এ দশার সম্মুখীন হয়নি কখনো। শহরজুড়ে এখন হাহাকার, জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। সময় যত গড়াচ্ছে, ততই ধৈর্যের বাধ ভেঙে পড়ছে শহরবাসীর। চূড়ান্ত অসহায় অবস্থায় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কলকাতার বাসিন্দারা।

একে করোনার দাপট বিন্দুমাত্র কমেনি। তার উপর আম্ফানের তাণ্ডব। শহরবাসী যেন এক দুঃস্বপ্নের মধ্যে বাস করছে। তিন দিন পেরিয়ে গেলেও শহরের ৭০ শতাংশ জায়গায় বিদ্যুৎ নেই। নেই খাওয়ার পানি। এখনও অনেক এলাকায় জমে আছে গঙ্গার পানি। বিচ্ছিন্ন টেলিযোগাযোগ। বিচ্ছিন্ন নেট পরিষেবা।

রাজ্যের রাজধানী শহর কলকাতাসহ সব জেলার ছবিটা একই। বিশেষ করে কলকাতাসহ দুই ২৪ পরগনায়। আর সময় যত গড়াচ্ছে, ততই অধৈর্য হয়ে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। শোচনীয় অবস্থা নারী, শিশু, অসুস্থ রোগীদের। হাসপাতালগুলোয় মর্গে জমছে মরদেহের স্তূপ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং লোকবল কমে যাওয়ায় সেসব মরদেহগুলো সৎকার করা যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us