প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। একসময় ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছিল যে তাঁকে দিল্লি ক্যাপিটালসে পাঠানো হবে না। কিন্তু, সেই ঘোষণার এক বছরের মধ্যেই দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে চলে আসেন অফস্পিনার।
কেন হঠাৎ পাঞ্জাব ছেড়ে দিল্লিতে এলেন অশ্বিন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ, পাঁচ মাস কেটে গেলেও প্রকৃত কারণ জানায়নি কিংস ইলেভেন দল বা ক্রিকেটার নিজে। অবশেষে মুখ খুললেন তিনি। দিল্লি ক্যাপিটালসকে আইপিএল জেতানোর জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তিনি দল পাল্টেছেন বলে জানিয়ে দিলেন অশ্বিন।
অশ্বিন বলেছেন, ‘আমি এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে এসেছি যারা গত বছর প্লে-অফে খেলেছিল। দলে ঋষভ পন্থ ও পৃথ্বী শ-র মতো দুর্দান্ত আকর্ষণীয় কয়েকজন ক্রিকেটারও রয়েছে। আমার অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে বলে মনে হয়েছিল। যাতে দলের সুবিধা হবে। আমি যদি বোলিং বিভাগ শক্তিশালী করতে পারি, তবে আমরা খেতাবের দৌড়ে সামনে চলে আসব। সেই লক্ষ্য নিয়েই এসেছি এখানে।’