এমআইটি স্লোন নেতৃত্ব পুরস্কার পাচ্ছেন শামীম

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:১০

যুক্তরাষ্ট্রের সম্মানজনক মাস্যাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামীম মোহাম্মদ। সম্প্রতি এমআইটি স্লোন সিআইও সিম্পোজিয়াম এবারের সম্মানজনক ২০২০ এমআইটি স্লোন সিআইও নেতৃত্ব পুরস্কারে তাঁর নাম ঘোষণা করেছে।

১৩ বছর ধরে এ পুরস্কারটি তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে ব্যবসায় দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য প্রধান তথ্য কর্মকর্তাদের (সিআইও) স্বীকৃতি দিয়ে যাচ্ছে। ২০২০ সালের এই সম্মানজনক পুরস্কার পাবেন রিচমন্ড-ভিত্তিক কারম্যাক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদ। কারম্যাক্স আমেরিকায় ব্যবহৃত গাড়ির সবচেয়ে বড় খুচরা বিক্রেতা। শামীম কারম্যাক্সের প্রযুক্তি বিভাগে কাজ করেন। তিনি সরাসরি কারম্যাক্সের সিইওর সঙ্গে কাজ করেন এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ দলের মূল সদস্য।

পুরস্কার কমিটির সহসভাপতি এবং এমআইটির অধ্যাপক জর্জ ওয়েস্টারম্যান এক বিবৃতিতে বলেন, ‘এমআইটি স্লোন সিআইও সিম্পোজিয়াম অ্যাওয়ার্ডস কমিটি শামীম মোহাম্মদকে ২০২০ সিআইও লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করে গর্বিত। আমরা এই বছর পুরস্কারের জন্য মনোনয়ন পর্যালোচনা করার সময়, শামীম মোহাম্মদকে তাঁর দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য নির্বাচন করি। তিনি কারম্যাক্সে প্রযুক্তির কৌশলগত ব্যবহারে দুর্দান্ত নেতৃত্ব প্রদর্শন করে যাচ্ছেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us