একজন থেকে চারজনে ছড়িয়েছে করোনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:২১

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মা ও ছেলেসহ আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৩ জনে। শনিবার (২৩ মে) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে ভাঙ্গার চারজন ও ফরিদপুর সদরের একজন। ভাঙ্গা পৌরসভার বাসিন্দা এক মাছ ব্যবসায়ীর স্ত্রী (৪০) ও ছেলে (২৮) আক্রান্ত হয়েছেন। তারা যে মহল্লায় থাকেন সেই মহল্লায় এর আগে এক দম্পতি আক্রান্ত হয়েছেন। তারাও মাছ ব্যবসায়ী।

মূলত একজন থেকে চারজনে ছড়িয়েছে করোনা। এই মহল্লায় বিভিন্ন পরিবারের মোট ৪০ জন সদস্য বসবাস করেন। ভাঙ্গায় যে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা সবাই এই মহল্লার বাসিন্দা। শনিবার ওই মহল্লায় অন্য যে দুইজন আক্রান্ত হয়েছেন তাদের একজন মাছ ব্যবসায়ী (৪০) এবং অপরজন দশম শ্রেণির শিক্ষার্থী (১৭)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us