বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড় আম্পানের সময় আশ্রয়কেন্দ্রে এক নারীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় সাংসদের কাছে নালিশ করায় ওই পরিবারের ১০ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলতাফ মিয়া জানান, বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্পানের কারণে লোকজন কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়। এসময় ওই এলাকার প্রভাবশালী সাকিব, সুমন ও সিফাতসহ ৭/৮ জনে মিলে একটি মেয়েকে অপহরণের চেষ্টা করেন। অপহরণ করতে না পেরে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি শুক্রবার সকালে পাথরঘাটায় অবস্থানরত সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের কাছে নালিশ করে বাড়ি ফেরার পথে ওই সন্ত্রাসীরা ১০ জনকে কুপিয়ে জখম করেছে।
এ ঘটনায় সাতজন পাথারঘাটা হাসপাতালে ভর্তি রয়েছে।শওকত হাচানুর রহমান রিমন জানান, সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক আইনের উর্ধে কেউ না। আমি পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ভিকটিম মামলা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।