৫ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিল ইউএস-বাংলা গ্রুপ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৭:০০

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ৫ সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ। 

শনিবার (২৩ মে) দিনব্যাপী এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  ইউএস-বাংলা গ্রুপের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক গরিব ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ অঞ্চলের অস্বচ্ছল ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই ঈদ সামগ্রী দেওয়া হয়।  ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী। এসব ঈদ সামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এসেটস এর জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর। এছাড়া পৌরসভার বিভিন্ন অঞ্চলে দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us