সেনাবাহিনীর বর্তমান-সাবেক ১০২০ সদস্য করোনায় আক্রান্ত

সমকাল প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৬:২৬

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারাদেশে। যত দিন যাচ্ছে এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দেশে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এর মধ্যে শুধু সেনাবাহিনীর বর্তমান-সাবেক ১০২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ১,০২০ জন, পরিবারবর্গ ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জনসহ মোট ১,৩৬৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন ও ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব-স্ব আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন।

এ ছাড়া ভর্তিরত অপর রোগীরা সুস্থ আছেন।আইএসপিআরের প্রতিবেদনে বলা হয়, এই পর্যন্ত সেনাবাহিনীর ১০ জন রোগী করোনায় মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৬০ বছর উৰ্দ্ধ অবসরপ্রাপ্ত ৮ জন এবং ২ জন কর্মরত সেনাসদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই দীর্ঘদিন যাবত অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুকালে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us