বিমান বিধ্বংসী লেজার অস্ত্রের সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৩ মে ২০২০, ১৬:২০
বিমান বিধ্বংসী শক্তিশালী লেজার অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার রশ্মি নিক্ষেপ করে আকাশে থাকা যেকোন বিমান ও ড্রোন ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার মার্কিন নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে নতুন অস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এ সম্পর্কে এক বিবৃতিতে মার্কিন নৌ বাহিনী জানায়, ইউএসএস পোর্টল্যান্ড যুদ্ধ থেকে শক্তিশালী এই অস্ত্রটির সফল পরীক্ষা চালানো হয়েছে।
এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওটিতে দেখা যায়, একটি যুদ্ধজাহাজে বসানো অস্ত্রটি থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার ছোঁড়া হচ্ছে। এরপরই একটি পাইলট বিহীন ড্রোন বিমানকে ধ্বংস হয়ে যেতে দেখা যায়।