ইসলাম আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এ জীবন ব্যবস্থায় সালাতের গুরুত্ব যেমন অপরিহার্য তেমনি জাকাতের গুরুত্বও অনস্বীকার্য। জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সুখী সমৃদ্ধিশালী প্রগতিশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম মানুষকে অর্থনৈতিক জীব হিসেবে নয় বরং মানুষ হিসেবে তাদের জৈবিক চাহিদা, ইচ্ছা-আকাঙ্ক্ষা ও আবেগ পূরণ করার সঙ্গে সঙ্গে তার ব্যক্তি সত্ত্বাকে মৌলিক গুরুত্ব দিয়ে এক নিপূণ অর্থব্যবস্থা চালু করেছে।
পুঁজিবাদী সমাজে সরকারিভাবে সামাজিক নিরাপত্তার বিধান নেই বলেই সেখানে জনগণকে কর্তৃত্ববাদী পুঁজিপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। আবার সমাজতন্ত্রে মানুষের ধন-সম্পদ, জমি-জমা, ক্ষেত-খামার এবং কল-কারখানার ব্যক্তিগত অধিকার হরণ করে সমালোচনা, বিচার প্রার্থনা, অভিযোগ এবং বিচার বিভাগীয় সুবিচারের সব পথ বন্ধ করে দেওয়া হয়। পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের কল্যাণ নিশ্চিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়া সত্ত্বেও ইসলামী অর্থনীতিকে পাশ কাটিয়ে নিপীড়নমূলক অর্থব্যবস্থার অনুসরণের ফলে বৈশ্বিক দারিদ্র্য না কমে বরং দিন দিন তা বেড়েই চলেছে।
মাত্র কয়টা টাকার জন্য নারী তার সতীত্ব বিকিয়ে দিচ্ছে, ক্ষুধার জ্বালা সইতে না পেরে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে। ডাস্টবিনের ময়লা, পঁচা-বাসি খাবার খাওয়ার জন্য কুকুর আর মানুষ একসঙ্গে লড়াই করছে। পৃথিবীর লাখ লাখ বনি আদম খাদ্যহীন, আশ্রয়হীনভাবে উদ্বাস্তু অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে।