এই যুগে খেললে শচীন লাখের অধিক রান করতেন!

এনটিভি প্রকাশিত: ২৩ মে ২০২০, ১১:২০

১৯৮৯ সালে অভিষেকের পর ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এই দুই যুগ ব্যাট হাতে রানের ফুলকি ছড়িয়েছেন তিনি। গড়েছেন অনেক কীর্তি। টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক তিনিই। ২০০ টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরিতে ১৫৯২১ রান, ৪৬৩ ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি হাফসেঞ্চুরিতে ১৮,৪২৬ রান করেছেন শচীন। আর একটি টি-টোয়েন্টিতে করেছেন ১০ রান। তিন ফরম্যাট মিলিয়ে ৬৬৪ ম্যাচে ভারতীয় সাবেক তারকা রান ৩৪৩৫৭ করেন। তাঁর এই পরিসংখ্যান ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত।

শচীন যখন খেলেছেন, সেই সময়টা ক্রিকেট ইতিহাসের সব চেয়ে কঠিন যুগ ছিল। আর এখন ক্রিকেট খেলাটা বেশ সহজ। বিশেষ করে ব্যাটসমস্যানদের রান করাটা সহজ। খেলাধুলোয় দুই সময়ের খেলোয়াড়দের মধ্যে কোনো তুলনাই হয় না। একই সময়ে খেলা দুই খেলোয়াড়দের মধ্যেই কেবল তুলনা সম্ভব। কোহলি-স্মিথ-উইলিয়ামসন, এই যুগের খেলোয়াড়, শুধুমাত্র তাদের সঙ্গেই তুলনাটা সম্ভব। শচীনের সঙ্গে এই যুগের বা তাঁর আগের যুগের কারো তুলনা করা উচিত নয়।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us