পাকিস্তানে বিমান দুর্ঘটনা, মৃত্যু জনপ্রিয় মডেলের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ মে ২০২০, ১১:৩২

পাকিস্তানে বিমান দুর্ঘটনার পর একের পর এক ভয়াবহ ছবি উঠে আসতে শুরু করেছে। শুক্রবার করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়ে, সেখান ছিলেন সে দেশের জনপ্রিয় মডেল জারা আবিদ।
পিআইএ-র বিমান ভেঙে পড়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ? এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে। টুইটার জুড়ে শুরু হয় জল্পনা। এরপর পাক সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান।

তিনি টুইট করে জানান- পাক এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানাতে শুরু করেন মৃতদের পরিবারের প্রতি। করাচি বিমানবন্দরে অবতরণের আগে ৯৯ জন যাত্রী নিয়ে যেভাবে বিমানটি ভেঙে পড়ে, তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন বি টাউনের একাধিক সেলিব্রেটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us