ব্রিটেনে ঢুকলেই ১৪ দিনের কোয়ারেন্টিন, নিয়ম ভাঙলে জরিমানা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৮:৫৯

দেশের বাইরে থেকে ব্রিটেনে গেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। ৮ জুন থেকে সেটা কার্যকর হবে। দ্বিতীয়ধাপে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে, সেজন্য শুক্রবার এ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রীতি পাটেল বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগের নম্বর এবং ঠিকানা জানাতে হবে।

নতুনভাবে সংক্রমণ ঠেকাতে তাদের যেন নজরদারি করা যায়, সেজন্য এসব লাগবে। কোয়ারেন্টিন চলা অবস্থায় যে কোনো সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। জনস্বাস্থ্য বিভাগ দফায় দফায় তাদের পরীক্ষা করে দেখবে। যারা কোয়ারেন্টিনের নিয়ম ভাঙবেন, তাদের এক হাজার পাউন্ড জরিমানা করা হবে।

আর এই নিয়ম মানতে না চাইলে বিদেশিদেরও ফিরিয়ে দেবে সীমান্তরক্ষী বাহিনী। যারা কোয়ারেন্টিনে থাকবেন, তাদের সঙ্গে অন্য কেউ দেখা করতে পারবে না। তারা খাবার কেনার জন্য বাইরে যেতে পারবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us