চীনে নতুন করে করোনায় কেউ সংক্রমিত হয়নি বলে দাবি

প্রথম আলো প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৮:২৭

চীনে করোনাভাইরাসে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে আজ শনিবার দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে করোনার ভয়াবহ বিস্তারের খবর প্রকাশের পর এই প্রথম তারা ভাইরাসটির নতুন সংক্রমণের সংখ্যা শূন্য বলে জানাল।খবর এএফপির।

চীনে করোনাভাইরাসে নতুন করে কেউ সংক্রমিত হয়নি বলে আজ শনিবার দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত জানুয়ারিতে করোনার ভয়াবহ বিস্তারের খবর প্রকাশের পর এই প্রথম তারা ভাইরাসটির নতুন সংক্রমণের সংখ্যা শূন্য বলে জানাল।খবর এএফপির। চীন এমন এক সময় করোনার নতুন সংক্রমণ শূন্য বলে দাবি করল, এর ঠিক একদিন আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে 'বড় ধরনের অর্জন' উদযাপন করেন। চীনের উহান শহরে গত বছরের শেষ দিকে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় এর বিস্তার ছড়াতে ছড়াতে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ভয়াবহ আকার ধারণ করে। এর পর ভাইরাসের সংক্রমণ নাটকীয়ভাবে কমতে থাকে।

একপর্যায়ে মনে হয় যে চীনা কর্তৃপক্ষ হয়তো প্রাণঘাতী এই ভাইরাসের লাগাম টানতে পেরেছে। ১৪০ কোটি মানুষের দেশ চীনে করোনায় ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তুলনায় কমই বলা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us