একসঙ্গে খেললে রোনালদোকে পাস দেবেন কিনা জানালেন মেসি

সমকাল প্রকাশিত: ২২ মে ২০২০, ১৯:৫৩

জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন পর্তুগালের হয়ে, মেসি আর্জেন্টিনার। ক্লাব ক্যারিয়ারে মেসিদের বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলেছেন রোনালদো। এর আগে ম্যানইউতে এবং পরে জুভেন্টাসে আছেন সিআরসেভেন। তাদের তাই একসঙ্গে একই দলে কখনো খেলার সুযোগ হয়নি। সেই সুযোগ তাদের হবে এমন সম্ভাবনাও কম।

কারণ দু'জনের একসঙ্গে কখনও ডিনারও করা হয়নি। তবে তারা সেটা ভবিষ্যতে করবেন সেই আশা করেছেন। তারপরও অনেক সাবেক তারকা, সংবাদ মাধ্যম কিংবা ক্রীড়া প্রতিষ্ঠানের নির্বাচিত সর্বকালের সেরা ফুটবল দলে, ইউরোপের সর্বসেরা দলে কিংবা বর্ষসেরা দলে তাদের একসঙ্গে রেখে দল সাজান।

মেসির কাছে তাই প্রশ্নটা উঠেই যায়, একসঙ্গে তারা যদি কখনো খেলেন তবে ৩৫ বছর বয়সী রোনালদোকে তিনি কি পাস দেবেন? আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে ৩২ বছর বয়সী মেসি বলেন, 'আমার মনে হয় দেবো।'

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি ৩১ ম্যাচে ২৪ এবং রোনালদো ৩২ ম্যাচে ২৫ গোল করেছেন। তবে ফরোয়ার্ড হিসেবে খেলা মেসি ১২ গোলে সহায়তাও করেছেন। রোনালদো সেখানে পিছিয়ে। তিনি জুভেন্টাসের পুরোপুরি স্ট্রাইকার হয়ে উঠেছেন।

রোনালদোর গোল করার দক্ষতা নিয়ে মেসি বলেন, 'তার গোল করেই চলা একটা স্বাভাবিক ঘটনা। সে একজন খুনে স্ট্রাইকার। গোল করতেই সে পছন্দ করে। যেদিনই খেলুক সে গোল করতে পারে। ফরোয়ার্ড হিসেবেও সে গোলের অনেক সুযোগ তৈরি করে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us