শেখ হাসিনা সব ধর্মের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২২ মে ২০২০, ১৫:১৪

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলাম বিস্তারের
জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা করে ইসলাম প্রচারের ব্যবস্থা করে দিয়েছিলেন। মদিনা সনদ এর আলোকে ইসলামের মূল চেতনা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দাওরা আইন সংসদে পাশ করে ও আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করে একটি যুগান্তকারী প্রদক্ষেপ গ্রহন করেছেন। ইসলাম শিক্ষার প্রসারের জন্য তিনি সকল মাদ্রাসা নতুন ভবন স্থাপন, মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং নানা সুযোগ সুবিধা চালু করেছেন। বাংলাদেশে আজ একসাথে ৫০০ টি মডেল মসজিদ কাজ নির্মাণাধীন রয়েছে। যার প্রতিটির ব্যয় হবে ১৪ কোটি থেকে ১৬ কোটি টাকা। তিনি মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা পাঠ্যক্রম চালু করেছেন।

শুক্রবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদর উপজেলার ৯০৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ৫০০০ হাজার টাকা করে ঈদ উপহার বিতরন কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ সব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, ইউপি চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল্লা মাজাহিরি, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মেহের আলী প্রমুখ। এ ছাড়া একই দিন বড়মাঠ মাইক্রো ও কার স্ট্যান্ড কমিটির শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us