তিনদিন পর মোংলা বন্দরে পণ্য ওঠা-নামা শুরু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২২ মে ২০২০, ১৪:৪২

দুর্যোগ কেটে যাওয়ার তিনদিন পর আজ শুক্রবার (২২ মে) থেকে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠা-নামার ফের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বন্দর চ্যানেলে অবস্থানরত ১১টি বিদেশি পণ্যবাহী জাহাজে এ কাজ শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ঘূর্ণিঝড় আম্পানের কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর বন্দরে অবস্থানরত কয়লা, ক্লিংকার, গ্যাসসহ পণ্যবাহী জাহাজের পণ্য ওঠা-নামার কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওই সময় এসব জাহাজে কাজ বন্ধ রেখে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।ঘূর্ণিঝড় আম্পান অতিক্রম করার পর বৃহস্পতিবার (২১ মে) মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এরপরই মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে বন্ধ রাখা হয় পণ্য ওঠা-নামার কাজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us