লকডাউনে ঘরবন্দী, খেলতে গিয়ে গুপ্তধন খুঁজে পেল দুই শিশু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মে ২০২০, ২০:২৫

লকডাউনের এই মৌসুমে ঘরবন্দী অবস্থায় মানুষ কত কিছুই না করছে। নিত্য-নতুন রান্নাবান্না, খেলাধুলা, ঘর গোছগাছ তো আছেই, সময় কাটাতে পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটিও করছেন কেউ কেউ। আর এক্ষেত্রে শিশুরা তো বরাবরই একধাপ এগিয়ে। তবে গোছানো জিনিসপত্র এলোমেলা করায় শিশুদের যতই বকুনি দেন না কেন, কপাল ভালো থাকলে তাদের হাত ধরেই হয়তো খুঁজে পেতে পারেন অমূল্য গুপ্তধন।

না, এটা কোনও গালগল্প নয়, সত্যিই হয়েছে এমনটা। সম্প্রতি ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেনডোম এলাকায় দুই শিশু খেলতে গিয়ে খুঁজে পেয়েছে লাখ টাকার গুপ্তধন।

স্থানীয় একটি নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ফিলিপ রোলাক ফরাসি টিভি চ্যানেল বিএফএম-কে জানান, শিশু দু’টি লকডাউনে সময় কাটানোর জন্য দাদাবাড়িতে একটা খেলার কুঁড়েঘর তৈরি করতে চেয়েছিল। এর জন্য তাদের অব্যবহৃত একটি ঘরে থাকা দাদির বিছানার পুরনো চাদর ব্যবহার করতে বলা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us