উয়েফার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে ম্যানসিটি

সময় টিভি প্রকাশিত: ২১ মে ২০২০, ০৪:৩২

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে উয়েফার দেয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো। তিনি আশা প্রকাশ করেন আসন্ন মৌসুমের আগেই এ বিষয়ে ইতিবাচক ফলাফল পাবেন। এদিকে, ক্লাব কর্তৃপক্ষের এমন পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা।

আর্থিক অনিয়মের অভিযোগে গেল ফেব্রুয়ারিতে উয়েফার সব ধরনের ইভেন্ট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় ম্যানচেস্টার সিটির ওপর। যদিও বিষয়টি অস্বীকার করে ক্লাব কর্তৃপক্ষ। এবার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের দিকে ঝুঁকছে ইংল্যান্ডের অন্যতম প্রভাবশালী ক্লাবটি।

এর আগেও ম্যানচেস্টার সিটির ওপর একই ধরনের অভিযোগ আরোপ করে উয়েফা। এ জন্য ২০১৬ সালে রিরাট অঙ্কের জরিমানাও গুনতে হয়েছিলো তাদের। মূলত তার পর থেকেই সিটিজেনদের ওপর তদন্ত করে আসছিলো ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সত্যতা মেলায় দিয়েছে নিষেধাজ্ঞা। যার আইনি সমাধানের পথে ক্লাব কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us