একটা সময় ‘কাটালাগা’ হিন্দি গানের ছন্দে মেতেছিল পুরো এশিয়া। আর এ গানের খ্যাতি বাড়ার সাথে সাথেই গানের অভিনেত্রী শেফালী জরিওয়ালা এর নামই হয়ে যায় ‘কাটা লাগা গার্ল’। কিন্তু ফিল্মি জগতে যতটা বিখ্যাত হন তিনি তার ব্যক্তিগত জীবন ততটা ভালো কাটেনি।
বিগ বস ১৩ এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে হাজির হন তিনি। কাটা লাগার পর ইঞ্জিনিয়ারিং শেষ করে বিদেশে গিয়ে এম বি এ করে কোনো এন আর আই কে বিয়ে করে ঘর বাধার ইচ্ছে ছিল তার, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। সম্পর্কিত খবর তারপর দেশে ফিরে মিট ব্রোস এর হারমিত সিং কে বিয়ে করেন তিনি কিন্তু সেখানে ওঠে গার্হস্থ্য হিংসার অভিযোগ। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সাথে সম্পর্কে জড়ান তিনি কিন্তু নানান কারণে সেই সম্পর্ক ভেঙে যায় তার। জানা যায় ২০১৪ সালে টেলি অভিনেতা পরশ ত্যাগী এর সাথে গোপনে বিয়ে করেন তিনি। আপাতত সেই সম্পর্ক নিয়েই আছেন তিনি।
সম্প্রতি আবার ইনস্টাগ্রামে কিছু খোলামেলা ছবি দিয়ে নাম তুলেছেন আলোচনার টেবিলে। যা নিয়ে বলিউডে এখন আবার ফিসফাস।