ঘূর্ণিঝড় আম্পানের কারণে গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বিভিন্ন উপজেলার লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেন। রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা দমকা হাওয়া বইতে থাকায় বিভিন্ন এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে যান। লক্ষাধিক মানুষ জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র আশ্রয় নেন। আজ বুধবার সকালে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত জারির পর বরিশালসহ দক্ষিণাঞ্চলে মেঘলা ও ঝড়ো হাওয়া বিরাজ করছে।