অনলাইন অর্ডারে খাবার পৌঁছে দেয়ার সেবা ‘উবার ইটস’ ২ জুন থেকে বাংলাদেশে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। উবারের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে ‘উবার ইটস’ পরিচালনা করে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি তাদের ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে, সহজ ও নির্ভরযোগ্য ভাবে খাবার পৌঁছে দেবার সেবা চালুর এক বছর পর আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ জানায়নি উবার কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে ব্লগপোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পার্টনার, ব্যবহারকারী, গ্রাহক এবং বাংলাদেশে উবার ইটস কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছে।
এর আগে গত বছরের ৩০ এপ্রিল দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিল উবার ইটস। খাবারের সেবাটি বন্ধ হলেও রাইড শেয়ারিং সেবা চালু থাকবে বলে জানিয়েছে উবার।