ঋতুচক্রে কি সত্যিই বদল এসেছে? এ বিষয়টি নিয়ে অবশ্য আগে থেকেই আলোচনা শুরু হয়েছিল। গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি, বর্ষার দিন কমে যাওয়ার পাশাপাশি শীত দেরিতে আসা, সর্বনিম্ন তাপমাত্রা ইত্যাদি ইঙ্গিতে তারই প্রতিফলন পেয়েছেন আবহাওয়াবিদরা।
ঋতুচক্র বদলের পাশাপাশি এবার ঘূর্ণিঝড়ের চক্রেও পরিবর্তন হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের তীব্রতাও আগের তুলনায় অনেক বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আবহাওয়াবিদ-গবেষকদের একটি অংশের এমন মনে করার কারণ হলো, ২০১৯ সালের ওডিশায় আছড়ে পড়া ফনী এবং এবারের আম্ফান। তীব্রতার মাপকাঠির ভিত্তিতে এই দুই মারাত্মক ঘূর্ণিঝড়ই (এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোন) ভূ-পৃষ্ঠে আছড়ে পড়ার জন্য মে মাসকে বেছে নিয়েছে। আর তাতেই ঋতু বদলের বিষয়টি নিয়ে ভাবোচ্ছে আবহায়াবিদ ও গবেষকদের। তাদের মতে, সাধারণত এ ধরনের ঘূর্ণিঝড়ের সময়কাল হলো সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর, এই তিন মাস।