বিহারের কাটিহার জংশনের কাছে ট্রেনে এক কন্যাসন্তানের জন্ম দেন এক মহিলা যাত্রী। কর্তৃপক্ষ মা ও সন্তানকে পরীক্ষা করে জানাn, দুজনেই ভ্রমণের পক্ষে সুস্থ রয়েছেন।