করোনাভাইরাসের কারণে নানা শ্রেণি পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। তবে সব থেকে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া, অসহায়, ভবঘুরে মানুষ। তাই এই ভাসমান লোকদের জন্য করোনাকালে রান্না করে খাবার বিতরণ করছেন বিদিশা সিদ্দিক (বিদিশি এরশাদ)। প্রয়াত স্বামী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট ও বিদিশা ফাউন্ডেশনের উদ্যাগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন তিনি।
রাতে ঘুরে ঘুরে বিদিশা খাবার তুলে দিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। জানা গেছে, হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে অসহায় মানুষদের জন্য রান্না করা হয় খাবার। পরে রান্না করা খাবার নিয়ে বিদিশা রাজধানীর মিরপুরের শাহআলী মাজার, হাইকোর্ট মাজার, গুলিস্তান, কমলাপুর রেল স্টেশন, বিমান বন্দর রেল স্টেশন, সদরঘাটসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিরতণ করেন।