লাখ লাখ বিড়ি শ্রমিকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ না করা ও বিড়ির উপর কর বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। মানববন্ধনের তিন শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিকল্প কাজের ব্যবস্থান না করে কোনোভাবে বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ করা যাবে না। ২০২০-২১ অর্থবছরের বা