রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সহযোগী প্রতিষ্ঠান ‘উবার ইটস’ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের কারযক্রম বন্ধ হয়ে যাবে। উবারের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উবার ইটসের মুখপাত্র বলেন, আগামী ২ জুন থেকে আমরা বাংলাদেশে উবার ইটসের সেবা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
উবার এক ব্লগ পোস্টে জানিয়েছে, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাদ্য পৌঁছে দেওয়ার এক বছর পর আমরা একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে এ দেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের গুরুত্বপূর্ণ কর্মী, রেস্টুরেন্ট পার্টনার, ডেলিভারি পার্টনার এবং গ্রাহক যারা আমাদের সহায়তা করেছেন তাদের ওপর যেন এই সিদ্ধান্তের প্রভাব কম হয় সেটা নিশ্চিত করাই এখন আমাদের অন্যতম কর্তব্য।