চিতা বাঘের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে ফাঁকা সড়কে পার্কিংয়ে থাকা লরিতে লাফ দিয়ে উঠেন এক যুবক। তারই সঙ্গে থাকা অপর যুবক তাৎক্ষণিক লরিতে উঠতে না পেরে দেয়াল টপকে পালাতে চেষ্টা করেন। উপায়হীন হয়ে একই লরিতে আবারো উঠতে লাফ দেন তিনি। ঠিক তখনই তার পায়ে কামড় বসায় চিতাবাঘটি। ভাগ্যক্রমে কয়েকটি কুকুরের চিৎকারে বাঘটি কোণঠাসা হলে বেঁচে যান ওই যুবক। এমন লোমহর্ষক ঘটনার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার হায়দরাবাদের তেলেঙ্গানার রাজধানীতে ঘটেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। লোমহর্ষক ঘটনাটি দেখেছেন হাজার হাজার মানুষ।
ওই ভিডিওতে দেখা যায়, ফাঁকা সড়কে দুই যুবককে পেছন থেকে ধাওয়া করছে একটি চিতাবাঘ। তাদের মধ্যে একজন প্রাণ বাঁচাতে সড়কে পার্কিং করা একটি লরিতে লাফ দিয়ে উঠে পড়েন। সঙ্গে থাকা অপর যুবকও উঠার চেষ্টা করেছিলেন। দেরি হওয়ার শঙ্কায় তিনি সড়কের দেয়াল টপকে পার হতে চাইছিলেন। কিন্তু উঁচু দেয়াল থাকায় সেটিও সম্ভব হয়নি। তাই আবারো সেই লরিতে উঠতে লাফ দেন। তখনই চিতাবাঘটি তার পায়ে আক্রমণ করে বসে। এমন সময় আর্শীবাদ হয়ে আসে সড়কে থাকা বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুর। তাদের চিৎকারে কোণঠাসা হয়ে শিকার ছেড়ে দেয় চিতাবাঘটি। তারপর কুকুরদের সঙ্গে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেন বাঘটি। এর আগে দেয়াল টপকে ওই বাঘটি পালানোর চেষ্টাও করে। ততক্ষণে ওই যুবক লরিতে উঠে পড়েন।
তেলেঙ্গানার বন ও বন্যপ্রাণী সুরক্ষা সমিতি (FAWPS) সূত্রে জানা যায়, হায়দরাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পুকুরে চিতাবাঘটিকে শনাক্ত করেছিল কুকুররা।