দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সহায়তায় পা সংযোজন হতে যাচ্ছে রাজশাহীর সোনিয়া খাতুনের। মঙ্গলবার (১৯ মে) বেলা ১২টার দিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে তার হাতে নগদ একলাখ টাকা তুলে দেয়া হয়েছে। এ সময় তাকে ও তার পরিবারকে রমজান ও ঈদের উপহার হিসেবে বসুন্ধরা গ্রুপের উৎপাদিত খাদ্যসামগ্রীর প্যাকেটও তুলে দেওয়া হয়।
সম্পর্কিত খবর সংবাদপত্র বিক্রেতাদের বসুন্ধরা গ্রুপের ২০ লাখ টাকা অনুদানচারঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১রাজশাহীতে কঠোর অবস্থানে সেনাবাহিনী এ সময় কৃত্রিম পা সংযোজনের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের আর্থিক অনুদান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রী সোনিয়া খাতুন। এ সময় তিনি ও তার পরিবার বসুন্ধরা চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।