করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিপণিবিতানগুলো বেচা-বিক্রিতে মন্দা দেখা দিয়েছে। তাই ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ক্রেতা টানতে বিপণিবিতানগুলোতে চলছে লোভনীয় অফার। লাভ নয় পণ্য বিক্রি করাই হচ্ছে মূল লক্ষ্য বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও শেওড়াপাড়া এলাকা ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে এমন তথ্য। ব্যবসায়ীরা বলেন, তিন থেকে চার মাস ধরে ব্যবসা মন্দা চলছে। প্রচুর স্টক রয়েছে।
গত পহেলা বৈশাখেও আমরা ব্যবসা করতে পারেনি। তাই লাভের কথা চিন্তা না করে অফারে পণ্য বিক্রি করছি। শুধু তাই নয়, আমাদের যারা পাইকার রয়েছেন ঈদের আগে তাদেরও টাকা পরিশোধ করতে হয়। তাই সব মিলিয়ে ছাড় দিয়ে হলেও বিক্রি বাড়ানোর জন্যই এমন কৌশল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, সু, বাচ্চাদের কাপড়সহ সব আইটেমের ওপরেই বিপণিবিতানজুড়ে রয়েছে অফারের ছড়াছড়ি। তারপরও বিক্রিতে সন্তুষ্টি নেই ব্যবসায়ীদের।
এ ব্যাপারে কালারস মিরপুর ব্র্যাঞ্চের ম্যানেজার হিমেল বলেন, আমরা বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ ছাড় দিয়েছি। এছাড়া প্রতিটি পণ্যের ওপর আমাদের ছাড় রয়েছে। তবে মার্কেটজুড়েই বাচ্চাদের আইটেমের বেচাকেনা বেশি।