চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামানো বন্ধ

বণিক বার্তা প্রকাশিত: ১৯ মে ২০২০, ১৫:৩৪

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের জেটিতে থাকা ১৫ টি কনটেইনার জাহাজ সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে। গতকাল জোয়ারের শেষ সময় থাকায় তিনটি জাহাজ সাগরে পাঠানো হয়েছিল। জেটিতে আর কোনো জাহাজ অবশিষ্ট না থাকায় বন্দরে পণ্য ওঠানো-নামানো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে পণ্য ওঠানো-নামানো বন্ধ হলেও বন্দর চত্বর থেকে পণ্য খালাস কার্যক্রম চালু রাখা হয়েছে ।

বন্দরের তথ্যমতে, বহির্নোঙরে এখন মোট ১৫২টি জাহাজ রয়েছে। এসব জাহাজ একটি থেকে আরেকটি নিরাপদ দূরত্বে রাখা হয়েছে । এর মধ্যে ৫২টি জাহাজ এরইমধ্যে কুতুবদিয়ায় গভীর সাগরে নেওয়া হয়েছে। লাইটার জাহাজগুলো কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার ৬ নম্বর বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের সতর্কতা সংকেত 'অ্যালার্ট-৩' জারি করে। দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার এই সতর্কতা জারি করার পর বন্দরের জেটিতে থাকা সব জাহাজ সাগরে পাঠিয়ে দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us