অনেকেরই ত্বকে কালো কিংবা বাদামি গুড়ি গুড়ি তিল দেখা যায়। যা দেখতে বেশ বাজে দেখায়। বিশেষ করে যাদের ত্বক ফর্সা মূলত এই সমস্যা তাদের বেশি হতে দেখা যায়। অনেকেই এই বাদামি তিল দূর করতে ক্রিম ব্যবহার করেন। যা ২, ১ দিন ব্যবহার না করলেই আবার সমস্যা দেখা দেয়।
তাই বছরজুড়ে তাদের ক্রিম ব্যবহার করতে হয়। তবে বেশিরভাগ ক্রিমই ভালো সমাধান দিতে ব্যর্থ। এই সমস্যার কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে। এক্ষেত্রে মাত্র দুটি উপাদান তিল দূর করতে বেশ কার্যকর। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া দুই উপাদানে তিল দূর করার পদ্ধতি- > প্রথমে একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার পেঁয়াজ ও সামান্য পানি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।