বিশ্ব ক্রিকেটে টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও একশটি সেঞ্চুরির মালিক ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর বর্তমান যুগে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার সাবেক নেতা স্টিভেন স্মিথ। তবে কে সেরা, এ নিয়ে আলোচনা সর্বত্রই হয়ে থাকে।
তবে কে সেরা, কোহলি-স্মিথ না-কি টেন্ডুলকার। তা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শো’তে পিটারসেন বলেন, ‘অনেকেই বলছে, টেন্ডুলকারের বিশ্বরেকর্ড একশটি সেঞ্চুরি টপকে যাবে কোহলি। আমিও তাই মনে করি, কোহলিই পারবে। তবে সবদিক দিয়ে এখন পর্যন্ত টেন্ডুলকারের চেয়ে কোহলিকেই এগিয়ে রাখবো আমি।