ইমরান খান হতে চান বাবর আজম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৯:৪১

নতুন মৌসুমের জন্য স্থায়ীভাবে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন স্টাইলিশ টপঅর্ডার ব্যাটসম্যান বাবর আজম। তার ইচ্ছা কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের পদাঙ্ক অনুসরণ করে দলকে নেতৃত্ব দেয়া। নিজের খেলোয়াড়ি জীবন ও অধিনায়কত্বের সময়টাতে আগ্রাসী ক্রিকেটকেই প্রাধান্য দিতেন ইমরান খান।

সেই নীতি অনুসরণ করে নিজেকে ইমরান খানের মতোই আগ্রাসী অধিনায়ক হিসেবে দেখতে চান বাবর। সোমবার এক অনলাইন প্রেস কনফারেন্সে পাকিস্তানের নতুন অধিনায়ক বলেছেন, ‘আমি আগ্রাসী ক্রিকেটের নীতি অনুসরণ করতে চাই। এক্ষেত্রে ইমরান খানের অধিনায়কত্বের স্টাইলটা নিতে চাই আমি। অধিনায়ক হিসেবে নিজেকে ঠাণ্ডা থাকা শিখতে হবে। প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পনা সাজানোর সময় দলের খেলোয়াড়দেরও রাখতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেক সময় এমন পরিস্থিতি আসবে যা আপনাকে রাগিয়ে দেবে। তবে তখনই নিজেকে সংযত করতে হবে, আগ্রাসী মনোভাবটা নিয়ন্ত্রণ করতে হবে। নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মূলমন্ত্র হলো আত্মবিশ্বাস। খেলোয়াড়দের যত বেশি ভরসা দেবেন, তারা নিজেদের সেরাটা দেবে। খেলোয়াড়দের সাথে নিয়ে কাঁটায় বিছানো পথকে ফুলেল শয্যা বানানো সম্ভব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us