গত বছরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত বন্দুকধারীর সাথে আল কায়দার সংযোগ ছিল বলে তথ্য প্রকাশ করেছে এফবিআই
প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৬:৩৫
গত বছর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় যে সৌদি বন্দুকধারী জড়িত ছিল তার সাথে আল কায়দার সংযোগ ছিল বলে তথ্য প্রকাশ করেছে এফবিআই। জানা গেছে যে এই ব্যাক্তি বছরের পর বছর ধরে এই হামলা চালানোর জন্য পরিকল্পনা করছিলেন।
ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ার জানিয়েছেন, এফবিআই তদন্তকারীরা নেভাল এয়ার স্টেশনে ডিসেম্বরের মারাত্মক হামলা তদন্ত করার সময় এই যুগান্তকারী তথ্যটি উদঘাটন করতে পেরেছেন। এফবিআই, ২১ বছর বয়সী বন্দুকধারী মোহাম্মদ সাদ আলশামরানির দুটি স্মার্টফোন আনলক করার পর বের হয়ে এসেছে এই তথ্য।