ফুটবলারদেরই বেশি ক্ষতি হলো

ইত্তেফাক প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৪:২১

করোনা আতংকে প্রিমিয়ার ফুটবল লিগ কোয়ারেন্টাইনে চলে গিয়েছিল। লিগ হবে কি হবে না—তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন ফুটবলাররা। শেষপর্যন্ত করোনায় মৃত্যু হলো গেল লিগের।

হবে না কেন, ১৩ ক্লাবের মধ্যে ১১ ক্লাব দাবি তুলেছিল লিগ বাতিলের। ফুটবলাররা আতংকে ছিলেন কারোনায় আক্রান্ত হয়ে লিগটাই না বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত খেলোয়াড়দেও আশংকাটাই সত্য হয়েয়েছে। ক্লাবের দাবি পূরণে বাফুফে সিদ্ধান্ত নিয়ে লিগ পরিত্যক্ত করল। আর এতে ফুটবলাররা বড়ো ক্ষতির সম্মুখিন হয়েছে এমনটাই মনে করছেন জাতীয় দলের ফুটবলাররা।

জাতীয় দলের গোলকিপার আশরাফুল রানা বললেন, আমরা জাতীয় দলের খেলোয়াড়দের যতটা না ক্ষতি হলো তারচেয়েও বেশি ক্ষতি হয়েছে অন্যান্য ফুটবলারদের। আমাদের নিয়েই তো সব হিসাব না। সবাইকে নিয়েই বিচার করতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us