করোনা প্রতিরোধ সরঞ্জাম আমদানিতে শুল্ককর প্রত্যাহার

ইত্তেফাক প্রকাশিত: ১৮ মে ২০২০, ২১:৫৫

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), এগুলোর কাঁচামালসহ এ সংক্রান্ত বিভিন্ন পণ্য ও কাঁচামাল আমদানিতে সব ধরণের শুল্ককর প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, মাস্ক ও গগল্স ও ফেস শিল্ডসহ করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত ২৩ ধরণের সরঞ্জাম ও এর কাঁচামাল আমদানিতে শুল্ককর প্রত্যাহার করা হয়েছে।

এর ফলে এসব পণ্যের উৎপাদন পর্যায়ে খরচ কমবে। ফলে ভোক্তা পর্যায়েও খরচ কমবে বলে আশা করা হচ্ছে। আজ সোমবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে। তবে এসব সরঞ্জামের কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রকৃত উৎপাদনকারী হতে হবে। একই সঙ্গে তাদেরকে সরকারের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের পাশাপাশি পোশাক উৎপাদনকারীদের সমিতি হিসেবে বিজিএমএইএ’র প্রত্যয়নপত্রও থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us