দীর্ঘ ১০ সপ্তাহের লকডাউনের পর অবশেষে ইতালিতে সব দোকান, বার, রেস্তোরা, সেলুন ইত্যাদি খুলে দেয়া হয়েছে। সোমবার থেকেই এ স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। মানুষজন এখন আবার রেস্তোঁরায় বসে কফিতে চুমুক দিতে পারবেন। ধর্মীয় প্রার্থনার জন্য খুলে দেয়া হয়েছে চার্চগুলোও।
দীর্ঘ দিন পর কাজে ফিরতে পেরে রোমে অবস্থিত ক্যাফে ক্যানোভার কর্মচারী ভ্যালেন্তিনো ক্যাসানোভা বলেন, আমি প্রায় আড়াই মাস ধরে কাজ করতে পারছি না। আজকের দিনটা খুব সুন্দর, খুবই আনন্দের। ইতালিতে এখন পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩১ হাজার ৯০৮ জন। এরইমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ২৫ হাজার ১৭৬ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৬৮ হাজার ৩৫১টি।