করোনায় এই সময়ে মাস্ক নিয়ে সাহায্যে এগিয়ে এলেন নায়ক শাকিল খান। গতকাল তিনি প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কেএন–৯৫ মাস্ক সরবরাহ করেন। এই মাস্ক এন-৯৫ মাস্কের বিকল্প। আজ আরও কিছু জায়গায় মাস্ক পৌঁছে দেবেন। সব মিলিয়ে তাঁর এই মাস্কের সংখ্যা ১ হাজার ৭০০। এ ছাড়া এই চলচ্চিত্র নায়ক করোনা শুরু হওয়ার প্রথম থেকেই চাল ও নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ির মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল প্রেসক্লাবে সাংবাদিকদের ব্যবহারের জন্য ২০০টি মাস্ক দেন এই অভিনেতা।
তিনি বলেন, 'এখন যাঁরা কাজ করছেন, সার্বিকভাবে ঝুঁকি নিয়ে সব সময় দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাঁদের ব্যবহৃত মাস্কটি একদমই সাধারণ। তখন আমার মনে হয়েছে, তাঁরা যেহেতু দেশবাসীকে রক্ষার জন্য কাজ করছেন, তাই তাঁদের নিরাপত্তার জন্য কিছু করা উচিত। এই দৃষ্টিকোণ থেকেই আমি যতটা পারি মাস্ক নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছি।' তার সাথে কথা বলে জানা যায়, আজ মালিবাগ এসবি শাখা এবং মেয়রের কাছে একত্রে আরও ১ হাজার ৫০০টি মাস্ক দেবেন। করোনার এই দুঃসময়ে গ্রামের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'করোনার প্রকোপ শুরুর প্রথম থেকেই গ্রাম থেকে অনেক মানুষ সহযোগিতা চেয়ে ফোন করেন।