নিউ জিল্যান্ডে শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জাসিন্ডা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৭:১৩

নিউ জিল্যান্ডে শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাসিন্ডা আরডার্ন। সোমবার (১৮ মে) নিউজহাব রিড রিসার্চ- প্রকাশিত জনমত জরিপে এ স্বীকৃতি অর্জন করেন তিনি। নিউ জিল্যান্ডের জনগণের একটা বড় অংশ বিশ্বাস করে, জাসিন্ডা আরডার্নের ভূমিকার কারণেই নিউ জিল্যান্ড কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে পেরেছে।

  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ৮ মে থেকে ১৬ মে’র মাঝামাঝি সময়ে জনমত জরিপটি পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ ভাগের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর। জরিপে জাসিন্ডার স্কোর ৫৯.৫%। পূর্ববর্তী জরিপের চেয়ে ২০.৮ পয়েন্ট বেশি পেয়েছেন তিনি। রিড রিসার্চ এর জরিপ পরিচালনার ইতিহাসে এটাই সর্বোচ্চ স্কোর।

 করোনা মহামারি শুরু হওয়ার পর নিউ জিল্যান্ডে এটিই প্রথম কোনও জনমত জরিপ। এতে দেখা গেছে, জাসিন্ডার লেবার পার্টিরও জনপ্রিয়তা বেড়েছে। এর স্কোর ১৪ পয়েন্ট বেড়ে ৫৬.৫ শতাংশে দাঁড়িয়েছে। নিউ জিল্যান্ডের দলগুলোর জন্য এ যাবতকালের সর্বোচ্চ স্কোর এটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us