জার্মান বুন্দেসলিগা ফিরেছে দুই দিন আগে। কিন্তু তারও আগে ফুটবল ফিরেছে দক্ষিণ কোরিয়ায়। তবে ফাঁকা গ্যালারিতে। দর্শক ঢোকার অনুমতি নেই স্টেডিয়ামে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের ফুটবল ক্লাব এফসি সিউল তাই দর্শকখরা মেটাতে গ্যালারিতে ‘সেক্স ডল’ সাজিয়ে রাখে।পরে অবশ্য ওই ঘটনার জন্য তারা নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছে। রোববার এফসি সিউল দেশটির সর্বোচ্চ পর্যায়ের কে লিগে করোনা পরবর্তী ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে।
দর্শকের বদলে তাই ২৮টি নারী ও দুটি পুরুষ অবয়বের ‘সেক্স ডল’ রাখা হয় গ্যালারিতে।তবে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওগুলো আসলে ‘সেক্স ডল’ নয় বরং পোষাক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। তবে যে প্রতিষ্ঠান ওটা সরবরাহ করেছে তারা ‘সেক্স ডল’ তৈরি করে।গ্যালারিতে রাখা ওই পুতুলগুলো ‘যৌন ইঙ্গিত’ বহন করে এমনভাবে সাজানো হয়েছে।