করোনা রোধে ব্যবহৃত পণ্য আমদানিতে সব ধরনের কর ছাড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ মে ২০২০, ১৩:৩৯

চলমান করোনাভাইরাসের মহামারি রোধে ব্যবহার্য পণ্য আমদানিতে সব ধরনের কর ও ভ্যাট ছাড় দিয়েছে সরকার। করোনা টেস্ট কিট, আইসো প্রোপাইল অ্যালকোহল, প্রোটেকটিভ গার্মেন্টস মেড ফর্ম প্লাস্টিশিটিং, মেডিকেল প্রোটেকটিভ গিয়ারসহ ২৩ ধরনের পণ্যে এ ছাড় দেয়া হয়েছে। গত ১৪ মে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার (১৮ মে) জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারি মোকাবিলায় এসব পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর হতে অব্যাহতি দেয়া হলো।'

এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। কর ও ভ্যাট ছাড় দেয়া পণ্যগুলোর মধ্যে অন্যতম হলো- কোভিড-১৯ টেস্ট কিটস বেইজড অন ইমিউনোলোজিক্যাল রিয়াকশনস, কোভিড-১৯ টেস্ট কিটস বেইজড অন পলিমেজার চেইন রিয়াকশন (পিসিআর) নিউক্লিক এসিড টেস্ট, আইসো প্রোপাইল অ্যালকোহল, প্রোটেকটিভ গার্মেন্টস মেড ফর্ম প্লাস্টি ‍শিটিং, প্লাস্টিক ফেইস শিলড, মেডিকেল প্রোটেকটিভ গিয়ার, প্রোটেকটিভ গার্মেন্টস ফর সার্জিক্যাল বা মেডিক্যাল ইউজ, ফুল বডি ওভেন স্যুট ইমপ্রেগনেটেড উইথ প্লাস্টিক প্রভৃতি। তবে যারা এসব পণ্য আমদানি করবে তাদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে সরকার।


এসব পণ্যের মধ্যে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আবশ্যকভাবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ইনস্ট্রুমেন্ট ম্যানুফেকচারার অথবা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার গার্মেন্টস ম্যানুফেকচারার হতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, 'ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুধিবা পাবে। ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার গার্মেন্টস ম্যানুফেকচারার কর্তৃক পণ্যগুলো আমদানির ক্ষেত্রে শুল্কায়নের সময় আমদানিকারককে সংশ্লিষ্ট কাস্টম হাউজে বিজিএমইএ'র প্রত্যায়নপত্র দাখিল করতে হবে।'


'আমদানি করা পণ্য মানসম্মত কি না, তা ওষুধ প্রশাসন অধিদফতর নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে। মেয়াদ শেষে এই প্রজ্ঞাপনের আওতায় শুল্কমুক্ত সুবিধায় আমাদানি পণ্যগুলোর আমদানিকারক এবং অনুমোদিত পরিমাণের তথ্যসংবলিত প্রতিবেদন ওষুদ প্রশাসন অধিদফতর কর্তৃক এনবিআরে দাখিল করতে হবে।' 'এ প্রজ্ঞাপন জারির পর গত ২২ মার্চ জারি করা প্রজ্ঞাপন রহিত করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবাং তা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে', উল্লেখ করা হয় নতুন প্রজ্ঞাপনে। এমইউএইচ/জেডএ/জেআইএম
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us