বর্ষা মৌসুম ঘনিয়ে এলেই পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় প্রশাসনের তৎপরতা দেখা যায়। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিতে চলে তোড়জোড়। ২০০৭ সালে ভয়াবহ পাহাড় ধসে ১২৯ জনের প্রাণহানির পর থেকে প্রতি বছরই বন্দর নগরী চট্টগ্রামে এই তোড়জোড়টি দেখা যায়।