লকডাউনকালে শিপিং লাইন ডিটেনশন চার্জ নিতে পারবে না

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৭ মে ২০২০, ২২:৫১

লকডাউনকালে আমদানিকারকদের কাছ থেকে শিপিং লাইনগুলো ডিটেনশন চার্জ বা নির্ধারিত সময়ে কনটেইনার ডেলিভারি না নেওয়ার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। গত ২৭ মার্চ থেকে যতদিন সরকারি সাধারণ ছুটি থাকবে এটি নেওয়া যাবে না। এর মধ্যে যদি আদায় করে থাকে তা সমন্বয় করতে হবে। রোববার (১৭ মে) নৌপরিবহন অধিদপ্তরের কনফারেন্স রুমে সংস্থাটির মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় শিপিং এজেন্ট, মেইন লাইন অপারেটর (এমএলও), বিজিএমইএ, বাফাসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিদেশী শিপিং কোম্পানির প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, গত ২৯ এপ্রিল কনটেইনার ডিটেনশন চার্জ আরোপ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাডভাইজরি পত্র জারি করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা ও সমন্বয়ের জন্য রোববার সভাটি আহ্বান করা হয়েছিলো। বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এমএ সালাম বাংলানিউজকে বলেন, লকডাউনকালে সব শিল্পকারখানা বন্ধ ছিলো। ইতোমধ্যে বন্দরের কনটেইনার জট নিরসনে বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠান অনেক কনটেইনার খালাস নিয়েছে। কিন্তু দেশের অন্য সব কারখানা বলতে গেলে বন্ধ। বন্দর কর্তৃপক্ষের মতো শিপিং লাইনগুলোর ডিটেনশন চার্জ মওকুফের দাবি ছিলো আমদানিকারকদের। আজ নৌ পরিবহন অধিদফতরে সমন্বয় সভায় বিষয়টি সুরাহা হলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us