পার্বতীপুরে ট্রেনের ইঞ্জিনের ১৮০ লিটার তেল পাচার, গ্রেপ্তার ৩

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ মে ২০২০, ২০:৪৭

নাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের ইঞ্জিনের তেল পাচার করে বিক্রির সময় লোকোমোটিভের চালক, সহকারী চালক ও চোরাই তেলের ক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আজ রবিবার বিকেল ৫টায় পার্বতীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে হলদিবাড়ী রেল গেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, পিকে ৭ আপ জ্বালানি তেলবাহী ট্রেন (ইঞ্জিন নং ৬৩১২) খুলনা থেকে পার্বতীপুরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সদস্যরা আগে থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওঁৎ পেতে থাকে। বিকেল ৫টার দিকে ইঞ্জিন থামিয়ে ১৮০ লিটার তেলসহ (বিশেষ ধরনের পলিথিনের বস্তা ভর্তি) হাতে নাতে আটক করে তাদের।

আটককৃতরা হচ্ছে শহরের রহমত নগর মহল্লার এরশাদ আলীর ছেলে চালক (ড্রাইভার) মো. সেলিম (৩৮), পাওয়ার হাউজ কলোনীর মৃত আনছার আলীর ছেলে এ এল এম (সহকারী ড্রাইভার) মো. উজ্জল হোসেন (২৮), চোরাই তেলের ব্যবসায়ী পাওয়ার হাউজ কলোনীর মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. হাছান আলী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us