You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় পাটকল শ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

পাঁচ দফা বাস্তবায়নে কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের রাষ্ট্রায়ত্ত পাঁচ পাটকল শ্রমিকরা। রোববার (১৭ মে) বেলা ১১টায় খুলনার খালিশপুর জুট মিল ওয়ার্কাস ইউনিয়নে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। খালিশপুর ও দৌলতপুর জুট মিলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ। সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন খালিশপুর জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম, শওকত মোড়ল, দৌলতপুর জুট মিলের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন। বাংলাদেশ পাটকল করপোরেশন নিয়ন্ত্রণাধীন পাঁচ জুট মিলের শ্রমিকদের সরকার ঘোষিত সাধারণ ছুটি, ২০১৫ সালের জাতীয় মজরি স্কেলে গ্রেডিং পদ্ধতিতে উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বকেয়া মজুরি দেয়াসহ পাঁচ দফা বাস্তবায়নে দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিল গেটের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন, ১৯ মে ভোর ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন